রহমত নিউজ 01 March, 2024 04:41 PM
বহুমুখী সংকট থেকে উত্তোরণ, মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী নেতৃবৃন্দের মুক্তি ও পাঠ্যপুস্তক থেকে বিতর্কিত লেখা বাতিলের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর।
শুক্রবার (১ মার্চ) ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা নুর মোহাম্মদ আজিজীর সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রাজীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে মাওলানা জালালুদ্দীন বলেন, আজকে কেউ কোথাও ন্যায় বিচার পাচ্ছে না। এক ব্যক্তির ইশারায় আইন আদালত সবকিছু চলে। দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও বহু দাগী আসামী মুক্তি পেলেও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হককে মুক্তি দেয়া হচ্ছে না। এভাবে একটি দেশ চলতে পারে না। মাওলানা মামুনুল হক সহ জাতীয় নেতৃবৃন্দের দ্রুত মুক্তির দাবি জানান তিনি।
এছাড়া তিনি আরও বলেন, মানুষ বড় কষ্টে আছে। জিনিসপত্রের দাম আকাচুম্বী। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হচ্ছে। বিতর্কিত ও ইসলাম বিরোধীপাঠ অর্ন্তভূক্ত করে আগামী প্রজন্মকে ঈমানহারা করার চক্রান্ত বাস্তবায়ন করা হচ্ছে। ৯০ ভাগ মুসলমানের দেশে এমন শিক্ষা ব্যবস্থা চলতে পরে না।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দলটির যুগ্মমহাসচিব মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশ এখন বহুমুখী সংকটে নিমজ্জিত। এ সরকার পদত্যাগ করলেই দেশ বহুমুখী সংকট থেকে বেঁচে যাবে। আমাদের শিক্ষা সংস্কৃতিসহ সবকিছু ধ্বংস করে দিচ্ছে ভারত। ভারতের সকল পণ্য বর্জন করতে হবে এবং ভারতীয় আধিপাত্যবাদের বিরুদ্ধে রুথে দাঁড়াতে হবে। না হয় দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ধ্বংস হয়ে যাবে।
এসময় পাঠ্যপুস্তক থেকে ইসলাম বিদ্বেষী বিতর্কিত সকল বিষয় বাতিল করার দাবি জানান বক্তারা। অন্যথায় আগামী প্রজন্মের ঈমান আকিদা রক্ষার্থে দেশের মানুষ রাজপথে নামবে বলেও হুশিয়ারি দেন তারা।
মানববন্ধনে ঢাকার বেইলী রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মাগফিরাত কামনা করা হয়। এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।